একা।
বড্ড একা আমি
নিঃসঙ্গ আমি, অবাধ সঙ্গতার ভীড়ে।
চারপাশ ঘেরা লুট-পাঙ্গরা
তবুও কেমন একা।

আলোহীন,ছায়াহীন, নির্জন বাসে
বাতাস শূন্যতায় আমার অস্তিত্ব।
শ্বাসহীন, ঘ্রাণহীন স্তব্ধতায় ঘেরা
নিরবতায় ভীষণ, শান্ত ভয়ঙ্কর
একাকিত্বের সাথী আমি
বড্ড একা।

চারদিকে হৈচৈ, কান ঝালাপালা
তবুও আমি নিস্তব্ধতায়
নির্জন মৃত্তিকা নিবাসে...
একা।
বড্ড একা আমি।

🖋️আহমাদ সাজিদ উদাসকবি