▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
গর্জনে নাকি অর্জন হয় কিছু
বর্জনে যায় সব হারিয়ে
কুকুরের ডাকে সতর্ক মুরগি
শিয়ালদের দেয় তাড়িয়ে।
গলার জোরে কলার দাম বাড়ে
তলার খবর রাখে না কেউ
লাভের বটগাছে ফইড়ারা ঝুলে
চাষিদের পাতে মঙ্গার ঢেউ।
ভোটের দেশে জোটের বাড়াবাড়ি
চোটের কবলে জনগণ
নিশিরাণির কেরামতিতে দেশ
ভুখার নয়নে উন্নয়ন।
বাঁদর যতোই আদর করুক
সাদরে তবুও ডাক না পায়
ভুলের জন্মে ফুলের গন্ধ অতি
বাসে না ভালো আম জনতায়।
♦️২২-০৮-২২ 🔳রোম