অফুরন্ত অবসর নিয়ে যখন বসে থাকি
মনের গল্পে কেউ রঙ না মাখে
নানা ঝামেলায় যখন ব্যস্ততায় কাটে
হাজারো গল্পেরা জট বেঁধে রাখে।

অচল হয়ে যাচ্ছে ধীরে জীবনের পাতা
তবুও খুলে বসে আছি হৃদয়ের খাতা
সময়ের সাথে জীবনের নানা দ্বিধা-দ্বন্দ্বে
বিষাদের গল্প ঝুলে জীবনের কাঁখে।

@উদাসকবি