গল্পের ভিতরে হাজারো গল্প জীবনের পরিভাষা
স্বপ্নের গভীরে ইচ্ছের ছোঁয়া সময়ের কিছু আশা
সুখগুলো মরে যায় ভ্রান্তিতে
স্বপ্ন বেঁচে থাকে তব প্রাপ্তিতে
রচিত গল্পের বাইরে গল্প একমুঠো ভালোবাসা।