কিছু গুম হবে কিছু খুন হবে
বাতাসে ছড়াবে রক্তের গন্ধ
তখনও মুখ বুজে সয়ে যাবে
নিজেকে রাখবে চাক্ষুষ অন্ধ।
দুর্নীতি লুটপাট অবাধ স্বৈরাচার
ভুলে যায় অকপটে সব জনগণ
চারিদিকে চলছে বাতাসের বেগে
এই শহর এই নগর, জাতির উন্নয়ণ।

কথা হবে ফিসফিস কানাকানি
রটবে চারপাশে নানা রঙের রটনা
কিঞ্চিৎ সত্যতায় বাকি সব হুজুগে
ঘটবে কত রকম রহস্যময় ঘটনা।
ঘটনার আবডালে কত শত কষ্ট
অবারিত রহস্যের শাখা অগণন
তন্ত্রের মন্ত্রে কাবু হয় নিপিড়ীত
তবুও সব যায় ভুলে সুখী জনগণ।

মার খাবে ভয় পাবে রাতদিন
ফরিয়াদ তুলে যাবে আকাশের ঠিকানায়
হৃদয়টা পাথর করে ভাববে-
সুখগুলো জমা হোক সহ্যের সীমানায়।
হুজুগের সুযোগে মগের মুল্লুকে
নীতিহীন নীতিমালায় এই দুঃশাসন
ভুলে যাও হাসিমুখে সব অনাচার
চলছে তবুও জাতির চরম উন্নয়ন।

যা দেখছো সেটা নয়, দেখবে তুমি
যা দেখায় নৈশভোটের সফল কারিগর
আয়নার বিম্ব তোমার নয়, ছায়াহীন
জীবনের চারপাশে ওরাই বাজিগর।
ইস্যুতে কিছু নেই, গল্পটা পুরনো
তবুও বারবার করে যাও দর্শন
ভুলে যাও হাসিমুখে সব অনাচার
চলছে অবিরাম এই জাতির উন্নয়ন।

পাঠশালা নীতিমালা আছে যত ঝামেলা
সবকিছু রাখো তুলে আগামীর স্বপনে
ইতিহাস দর্শন ভুলে যাও সাহিত্য কৃষ্টি
বিশ্বাস রাখো শুধু আমাদের উন্নয়নে।
==============