আমিও ভয় পাই
সব সময় সত্যের মুখোমুখি হতে
তবুও অবিরাম জীবন-যুদ্ধ
আমাদের অন্দরে...
দেখো... শোনো...
বুঝতে চেষ্টা করো সতর্কতায়
সহসাই কিছু বলো না
সময় নিয়ে ভাবো।
নিজেকে হারিয়ো না
একগুঁয়ে জীবন থেকে পালাতে গিয়ে
নিজের সেরাটা দাও, আর-
অপেক্ষা করো সময়ের।