🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
মুখ বাঁকিয়ে মাঠ কাঁপিয়ে
যারা কেবল মিথ্যা বলে
এই সমাজে তারাই আজ
বুক ফুলিয়ে দাপিয়ে চলে।
আইন-কানুন আর নীতি কথায়
মুখে ফোটে খই
ওরাই আবার গদির লোভে
নষ্ট দুধের দই।
রাজনীতিতে স্বজনপ্রীতির
চলছে ভালো খেলা
ঠোঁটের আগায় নীতির লড়াই
জমছে রাজ-মেলা।
আকাশ-কুসুম স্বপ্ন দেখায়
কল্পলোকে অসীম
দিন বদলে পায় যে জাতি
বিশাল অশ্ব-ডিম!
🔺🔺🔺🔺🔺🔺🔺🔺
©উদাসকবি