▪️▪️▪️▪️▪️▪️▪
এ কেমন বন্ধু তুমি?
নিতেই শুধু জানো
ভালোবাসা বিনিময়ে
নিজকে রাজা মানো!

মুখে বলো বন্ধু সবে
কর্ম প্রভুর মতো
আচরণে দ্বিত্ব সদা
মনে বাড়ায় ক্ষত।

বন্ধু হয় সমাকারে
বন্ধুত্ব মন খুলে
পরস্পরে মিলেমিশে
হিংসা বিদ্বেষ ভুলে।

দেয়া-নেয়া যোগাযোগ
মনে আসে হৃদ্যতা
পরস্পরে শ্রদ্ধা ভক্তি
বাড়ায় অতি সখ্যতা।