তোমার শ্রবণে-
আমার এই বাহারি কথার বুননে
মিশে আছে যতো রাগ অনুরাগ
সবই তা সময়ের প্রয়োজনে।
নিরামিষ মুখে-
চর্চিত চর্বন বাকযুদ্ধে, তুমি আছো সুখে
আমি এক ক্লান্ত পথিক, পথের ধারে
চেয়ে থাকি অনিমেষ ক্ষুব্ধ চোখে।
জীবনের খেলা-
তোমার মান অভিমান উপমন মেলা
দেখতে দেখতে আমার এখন
সময়ের স্রোতে চলে যায় বেলা।