জীবনকে সুখী রাখতে
হাত ধরুন অপরের, ভালোবেসে পরস্পরে
ভুলে যান ভুলগুলো
ক্ষমা করুন, কাছে টানুন সহিষ্ণুহৃদয়ে।
জীবনকে সুখী রাখতে
প্রেমময় হৃদয়ে কষ্টকে আগলে রাখুন
দ্বন্দ্ব ছেড়ে সন্ধি করুন
ভালোবাসা ছড়িয়ে দিন বিদ্বেষ ভুলে।
জীবনে সুখী হতে-
জীবনকে গড়ুন সময়ের প্রয়োজনে
সবকিছু হোক পরের জন্য।