যতোই বুঝি, তোমার কাছে ঠিকই আমি বোকা
ইচ্ছে মাফিক দিচ্ছো এখন ভালোবাসার ধোঁকা
বিদ্যা-বুদ্ধি সব হেরে যায়
ফুল ফোটে যে হৃদয় গায়
বুকে তখন কামড় বসায় দুঃখ নামের পোকা।