🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
ফলাফলের শোরগোলে আজ
পাঠশালায় খিল খোলে।
কেউ বা হাসে কেউ বা কাঁদে
কারো ঘরের মন দোলে
বিদ্যামন্ত্রীর সুখি মন
ভেলকিবাজির উন্নয়ন
গোলকধাঁধায় তাই লেখাপড়া
জট পাকিয়ে তালগোলে!!
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
🔷০৮-০২-২০২৩ 🔷 রোম
আহমাদ সা-জিদ - উদাসকবি