১.
বন্যার পথ ধরে নেতা চলে দম্ভে
মানুষের চোখে ভীতি, মৃত্যুর কানাগলি
নেতা দেখে উর্বর মৃত্তিকা, পলি আর পলি।
২.
পানির গর্জনে মাটি কাঁপে ভীতিকর
আকাশে মেঘের লড়াই, বিভৎস বজ্রঝংকার
থামে না মানুষের হানাহানি, কুৎসিত যার অহংকার।
৩.
পানির ভজনে সাগর নয়নে
বৃষ্টির সাথে বন্যায় ডুবে সোনার বাংলাদেশ
বিপদসীমায় দাঁড়িয়ে করে সতর্কতার আদেশ।
৪.
মুখসর্বস্ব জনদরদী
জীবিকা উপার্জন করে নিরবে নির্জনে
ধরা পড়লেই বাটপার! পিপীলিকা গর্জনে
৫.
চাঁদের হাসিতে মেঘের বাঁধা
সময় থেকে সময়ের পাতায় লেখা রয়
মেঘ-গর্জনে বৃষ্টি বর্ষণের পর চাঁদ দেখা হয়।