উপরে পানি, নিচে পানি, আকাশ জমিন একাকার
ভীষণ ক্ষুধা নিয়ে এসেছে অপ্রত্যাশিত এক অতিথি
বিপর্যয়কর বিস্ময় নিয়ে তৃষ্ণার্ত এই জনপদে
নদী এসে উপস্থিত হলো আমার ঘরের আঙিনায়
পথে পথে খেয়ে নিলো উন্নয়ণের স্মারকগুলো
জলে ভাসে সেতু, দালান-কোঠা, বাড়ে পিপাসা
গ্রামের পর গ্রাম, অথৈ জলে ভেসে বেড়ানো জনপদ
পানি আর অশ্রুতে, বৃষ্টি নয় শুধু, মেহনতির ঘাম আর রক্ত।
নদী আসে নতুন অবয়বে, সাহসী পোষাকের আস্তরণে
ঠিকানা বদলে নতুনের সন্ধানে, নষ্টকে ঘোর অপমানে
ক্ষত বিক্ষত হৃদয়ে হতাশার দম আটকে জনতা
নগরপিতার দম্ভোক্তি আজ মৃত্যুর মুখোমুখি।
ভীতু মানুষের প্রাত্যহিক খোরাকে ভয় আর ভয়
নদী হয় সাগর, মানুষ পান করে চোখের পানি
এতো পানি, চারিদিকে শুধু পানি তবুও পানি নেই
মেহনতি মানুষের ঘাম ছুঁয়ে বৃষ্টি, রক্ত আর রক্ত।