বিষয়টা এই রকম যে
সপ্তাহে দুইটার বেশি টোপ ফেলা যাবে না
একটা মিস হলেও আরেকটা যেন কাজে লাগে
এই সপ্তাহে দুটি টোপই জনতা গিলেছে।
যদিও বুঝতে পারে এটা একটা সমস্যা
একটা বিশেষ টোপ।
এটা নির্গমন দুর্লভ ছাড়া কিছুই নয়
তবুও তাদের কিছুই করার থাকে না
কন্ঠে অর্গল শোভা বর্ধনে
টোপ গিলতেই হবে।
টোপগুলো সব চুনোপুঁটি
প্রতিবারই আশায় থাকে
এবার বুঝি বড় কিছু টোপ হবে
কিন্তু সেই একই, তবুও গিলতে হবে...
গলায় আটকে থাকে লোভের বড়শিটা