✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️
এখনো শুকায়নি ক্ষত, রয়েছে রক্তের দাগ
জালিমের জন্য কাঁদে মন, ফুরিয়েছে রাগ?

যাদের গিয়েছে বুকের ধন
বুঝতে চাও না তাদের মন
উৎ পেতে আছো শুধু বসাতে ক্ষমতার ভাগ!!

যাদের হয়েছে অঙ্গহানি
বুঝতে চাও না তব গ্লাণি
নিপীড়িতের শবগাহে আজ প্রমোদ-বাগ!!

যুদ্ধ হয়নি এখনো শেষ
স্বৈরাচারের নতুন বেশ
গুজবের হুজুগে ভেড়ার পালে ঢুকছে ছাগ!!

স্বৈর হাসিতে ছিলো যে ভীতি
ছিলো না শুধু  নিয়ম-নীতি
তারুণ্যের বিপ্লবে সংস্কার ঢেউ, সত্যেরা জাগ!!
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
🟥 রোম, ২৪-১১-২০২৪