সেই আমিত্ব একই দম্ভ
লাগাম ছাড়া জবান
কথার দোষে ধ্বংস করলে
সাজানো এক বাগান।

নিজের মাঝে বোধের দোষ
লালন করলে হিংসা রোষ
খুন পিয়াসী স্বার্থ বেগম
জিহ্বাতে অগ্নি দাগান!!