দুঃস্বপ্ন
--------------------------------
দুঃস্বপ্নে প্রায় নির্ঘুম রাত কাটে বাঘিনীর
-কালো বিড়াল বলৎকারে তার সাজা হচ্ছে
বিচারের দন্ড হাতে নেংটি ইঁদুর!
কুৎসিত স্বপ্ন
--------------------------------
ইদানিং খুবই কুৎসিত স্বপ্ন দেখি
মেঘ হয়ে আকাশে ওড়ে বেড়াচ্ছি আর
যখন তখন অম্লবৃষ্টিতে জ্বালিয়ে দিচ্ছি পুরো পৃথিবী।
টকস্বপ্ন
-----------------------
স্বপ্নে নিজেকে তেঁতুলগাছ দেখছি
পুরো শরীরজুড়ে ঝুলছে অসংখ্য তেঁতুল
নানা রঙ আর বাহারি গন্ধে মৌমাছি আসে।