ওয়াকফ পৃথিবী তোমার মঞ্জিলে
আমার ওসিয়তনামায়
আমি ছাড়া সবই তোমার
সবাই আপন স্নিগ্ধসুষমায়
আমি বেওয়ারিশ পাখি ডানাহীন
শূন্যতায় ভাসি বেরসিক
তুমি রাজসিক মেঘমল্লিকা শূন্যে
হাওয়ায় বেড়ানো পথিক।
তোমার চক্রে হৃদয়ের ঘন্টা
বাজাই মনের সাধে
ইচ্ছেযখম মনের আবদারে
পড়েছি তোমার ফাঁদে।