▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
তোমার জীবন পাঠের চক্রে
নাই বা থাকি আমি
আমার মনের ভুবন জুড়ে
তুমিই সেরা দামি।
তোমার মনের আকাশ ঘিরে
নানান রঙের তারা
আমার হৃদয় সব সময়ে
তোমার পাগলপাড়া।
এই আকাশে মেঘের দেখা
বিজলি জ্বলা রাগের
তোমার সাথে আমার শুধু
জীবন অনুরাগের।
তোমার বুকে কত প্রেমের
উথলে মধুর ঢেউ
আমি না হয় তোমার কাছে
মানুষ দুরের কেউ।
▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️
🖋️আহমাদ সাজিদ উদাসকবি
🔳০৮-০৬-২২ 💠রোম