আকৃতির বিকৃতি ঘটিয়ে প্রকৃতির দোষ দেয়া
কিংবা
আগাছার কান্ড ধরে ঝুলে থাকা
আর
মেঘের খুঁটি ধরে ভেসে থাকার স্বপ্নগুলো
পরগাছা মনে সবই মজ্জাগত।

আমাদের পরিচর্যা ফলহীন বৃক্ষ ঘিরে
বেলাশেষে ক্লান্ত হয়ে
রাত জেগে রই, অদৃশ্য ফলের প্রত্যাশায়
গড়মিলে রয় জীবনের সব অঙ্কগুলো।