°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
আয়ের সাথে দ্রব্যমূল্যের
ফারাক ভীষণ আজ!
কেমন করে কাটবে দিন
ভাবতে কপাল ভাঁজ।!

হিসেব করে চলতে গিয়ে
হোঁচট খেয়েই পড়ি।
যোগবিয়োগের গন্ডগোলে
শূন্যেই বসত গড়ি!!

মাথার পরে গোলকধাঁধা
পেটে পাথর বাঁধি
রাজসভাতে ভোজ উৎসব
হাঁড়িতে জল রাঁধি!!

উচিত কথা বলতে মানা
মুখটি বন্ধ রাখি
আইনের হাত লম্বা বলে
মিছে দেখাই আঁখি!!