মনের যুবা হয় না বুড়ো পাকলে মাথার চুল
দেখছো যা নিজের চোখে হতে পারে চোখের ভুল
চোখের দেখা মনের দেখা
কোনটি ঠিক হাতের রেখা
হৃদয় নদীর স্রোতধারা কোথায় তাহার কূল ❓
©উদাসকবি