▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
যেখানে ছিলো সবার কাছে
জোছনা রাতের প্লাবন
সেই নয়নে ঝরে এখন
সাগর তিয়াস শ্রাবণ।

রূপপিয়াসী মনের খোরাক
খুঁজতে চড়ি ধ্যানের বোরাক
এখানে আজ উৎ পেতেছে
সুখের ঘাতক রাবণ!

দৃষ্টিবিলাস সময় চাতক
তার বিরহে বাদল খাদক
সেখানে আজ নিজেই পর
পরের ধারায় আপন।
💠💠💠💠💠💠💠
১৮-০৫-২২🔺রোম
©উদাসকবি