°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
স্বপ্ন দেখছি মনের ঘোরে
চোখের পাতা বন্ধ।
আকাশ-মাটি ঘুরে বেড়ায়
সুখের কত ছন্দ!!
রাত-দুপুরে রয় না বসে
সোনাই বাঁধা ঘাটে
মনের তারা ব্যবসা করে
কল্প-তারার হাটে!!
ঈশান কোণে কালো জলে
হলদে আকাশ হাসে
বিজলী দিয়ে দিন-রাঘব
জলের মাঝে ভাসে!!
ক্ষেত-খামারে ঘাম ঝরিয়ে
কৃষক দেখে ধাঁধা
মহাজনের সুদের চক্রে
স্বপ্ন তাদের বাঁধা!!
ভোর হিমেলে খায় না বায়ু
উদাস হয়ে কবি
চোখ মুদিলে দেখে শুধুই
রক্ত চোষার ছবি!!😭😭
©উদাসকবি, কাপাসিয়া