যে ছিলো হৃদয় জুড়ে
সে এখন অনেক দুরে
না আছে কোনো খবর।
টান ছিলো অন্য রকম
বাড়িয়ে মনের যখম
বুকেই দিলাম কবর।
সে ছিলো তৃপ্তি মনের
শুভ্র ফোটা পুষ্প বনের
ভালোবাসায় উৎক্ষিপ্ত
আজ সে শত্রু ঘরের
বিনোদন অবসরের
নাই কোনো তার অস্তিত্ব।
এই দিন-রাতের খেলা
কেটে যায় গ্রহণ বেলা
চলছে যে সময়-ঘড়ি
আকাশে মেঘ জমে যায়
বারুদের গন্ধ ছড়ায়
এই জীবন সর্বোপরি।