▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
ভালো হয়ে কী লাভ বলো?
মন্দ যদি মান্য রয়
আলো যদি না পায় দাম
অন্ধে যদি ধন্য কয়।

দিন রাত্রির একই নীতি
এই সমাজে কেমন রীতি
সাদা কালোর কী ফারাক
শিক্ষা যদি পণ্য হয়।
🔳🔳🔳🔳🔳🔳🔳🔳🔳
০৬-০৫-২০২২♦️ ১৩ঃ৩০ রোম