🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
আমার আকাশে তোমার যুদ্ধবিমান
কামানের গোলা পড়ে বুকে
এখন আমার কেটে যায় কালবেলা
বারুদের তাজা গন্ধ শুঁকে
দম আটকে নাভিশ্বাস প্রাণ
পাই না কোথাও স্নিগ্ধতা ঘ্রাণ
জীবন বৈরিতায় তুমি যে আপোষহীন
আমি বারবার যাই ঝুঁকে।
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
১১মার্চ ২০২২ 🔺 রোম