সবুজ মাঠে ধানের শীষ
হলদে আভায় হাসে
পাকলে হবে সোনার খনি
কাটবো বোশেখ মাসে।

শ্যামল বাংলা ধানের শীষে
ভালোবাসায় থাকবে মিশে
ফুটবে হাসি কৃষক মুখে
আম জনতার পাশে।

©উদাসকবি