▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
লাগছে আগুন বাজারে
দেশজুড়ে শোরগোল
গ্যাস-বিদ্যুৎ বিলাসিতায়
নিত্যপণ্যে খাদ্যটোল।

উন্নয়নের জোয়ারে
বাঁদর নাচে খোঁয়াড়ে
নানান খাদ্যের রেসিপি
জনতা বাজায় ঢোল।
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
⛔রোম: ১১-০২-২৩
#জাতির_ঢোল