দেশের ঘাড়ে ভূত চেপেছে
ভূতের মাথায় ডাইনী
মানুষ খোকো গিলু খাদক
সাংবিধানিক আইনী।
বিধিবদ্ধ আইনের ধারা
রক্ত চুষে জনগণের
লাশের ঘাড়ে দোষ চাপিয়ে
দোষমুগ্ধ দশজনের
আইন বানিয়ে বেআইনি
মানুষ মারার যন্ত্র
মানুষ হয়ে মানুষ প্রেষণ
সংবিধানেরই তন্ত্র
বন্দী জীবন রাজ ক্ষমতা
টাকায় বন্দী আসন
সুখ বন্দীত্ব শাসক প্রজা
গদির কাছে শাসন।