🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
কিছুদিন পরপর শুনি
লাশ নিয়ে করে টানাটানি
আত্মাটা মরেছে বহু আগে
পচে গেছে তার দেহখানি।
সৎকারে পায় না অগ্নি মাটি
দুর্গন্ধ ছড়ায় হররোজ
কেউ আর রাখে না খবর
নেয় না ভুলেও তার খোঁজ।
বিদ্যে আর বুদ্ধি করে বিক্রি
কালো টাকা সাদা করে আজ
বিবেকের শোকে কাঁদে মন
আজ তার নেই কোনো কাজ।
প্রাণের সীমানা আজ বদ্ধ
প্রবৃত্তির টানে বাড়ে চাপ
মানহীন মানবতা সুখে
উল্লাসে করছে যতো পাপ।
◽#উদাসকবি