ওঠে গেছে ত্বকের পর্দা, ভাইয়ের শত্রু ভাই
ঝিকে মেরে বউকে শেখানো দিন আর নাই
এখনো নারী আড়ালে কাঁদে
মাতৃত্বে কিবা যৌতুকের ফাঁদে
নর নির্যাতনে চুপসে জাতি বলতে লজ্জা পাই।
লিপিতে আর নাই আদর্শ কেবলই কাগুজে শিক্ষা
ছাত্রের হাতে লাঞ্ছিত শিক্ষক করে সেলামী ভিক্ষা
পেটের ধান্দায় বিবেকের বলি
আইনের আশ্রয়েই বিপথে চলি
খাবার ছাড়াও লোভাতুর পেট লজ্জা কিনে খাই।
মসনদে বসার কৃষ্ণ লিপ্সায় পড়ে রক্তের দাগ
জাতির ধ্বংসে যতো ক্রিয়া আমারও আছে ভাগ
নীতির দরজা খুলেছে বাপ
অন্তর্মহলে করে যাও পাপ
আইনের ফাঁক গলে দরবার, বাবার পূজা চাই।