হিমরাতের গহীন বুকে
ভাবনার নিয়তি অবাক তাকিয়ে
ক্ষুব্ধ বিস্ময়, স্বপ্ন শিশুর আহাজারি।
তারপরও ভাবি
আরো শীতল হয়ে যাই
চিরায়ত জগতের বাইরে থেকে
নিজেকে হারিয়ে ফেলি চেনা সময়ের পথে।
বাইরে বরফ বৃষ্টি
সফেদ জটের নিষ্ঠুর প্রমোদবিলাস
আমি কষ্ট চিবিয়ে যাই সুখ সানন্দে
অবাক চোখে হিমরাত্রি কাহন।