▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
মেঘ রক্তে গোধূলি বেলা
দিন ছোবলে বিষের নাগিন
অপদার্থরা বিজ্ঞতা সাজে
অযোগ্য সব পদে আসীন।
সবখানে আজ শকুনের দল
খুবলে খায় দিনে রাতে
মেধাহীন পাঠশালা নীতি
জ্ঞানের প্রদীপ অজ্ঞের হাতে।
অন্ধের হাতে চালকের চাবি
যাত্রীরা শুধুু ভয়ে অস্থির
পথিকের যায় যতো প্রাণ
জাগায় রক্ত নেশা ভক্তির।
নীতির পিঠে পিচাশের ভর
আইনের হাত পড়ছে ঝুলে
উদ্ভট তন্ত্রের বাধ্য বাধকতায়
মানচিত্রের পাতা যাচ্ছে খুলে।
পতাকার সূর্যে বর্গীর ছায়া
আমজনতা তবুও ঘুমায়
মোসাহেবি সময়ে ভণ্ড রাজা
প্রজা করে রেখেছে কোমায়।
◽◽◽◽◽◽◽◽◽◽◽
০৭-০৪-২২ 💠Rome 🕐৮:৩৮