হঠাৎ করে পাল্টে গেলো রঙ
বদলে গেছে ছবি
আকাশ ছুঁয়ে মেঘ ভেসে যায়
মন খারাপে কবি।
সূর্য খেলে লুকোচুরি
মেঘ গর্জে সিনাজুরি
আলো দিয়ে নষ্ট করে কালো
ঘুমের ঘোরে রবি।
🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️
উদাসকবি