প্রতিদিনই কষ্ট গিলি
হজম হয় না, তাও গিলি
বদহজমে গ্যাস জমে
বুকের ভিতর চাপ বাড়ে
গহীনতর ব্যথার ভারে
আরো বেশি কষ্ট জমে।

কষ্টটাকে চাপা দিতে
আবার আমি কষ্ট গিলি
কষ্ট করে খাই চিবিয়ে
নিত্যদিনের কষ্টগুলো।

©উদাসকবি