🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
নিত্যপণ্যের মূল্য বাড়ুক
মঙ্গা লাগুক দেশে
আমরা আছি উন্নয়নে
থাকবো বীরের বেশে।
আইন-শৃঙ্খলা ভেঙে পড়ুক
বাড়ুক মানব খোঁয়াড়
কেউ পারবে না রুখতে তবুও
উন্নয়নের এই জোয়ার।
ইচ্ছে মাফিক বিধিবিধান
লাগবে না তার হেতু
উন্নয়নের সড়ক ছাড়াই
বানাই সাধের সেতু।
কন্ঠরোধ আর বিধিনিষেধ
যতোই থাকুক কড়া
স্বপ্ন বাবার হাজার বছর
দেশকে শুধু গড়া।
মিটিং মিছিল আন্দোলন
সকল ষড়যন্ত্রে
উন্নয়নের স্বার্থে আমরা
থাকবো গণতন্ত্রে।
শিক্ষার মান যতো কমুক
বাড়ছে কিন্তু নলেজ
উন্নয়নে বানিয়ে যাচ্ছি
মায়ের নামে কলেজ।
বাবার নামে সেতু, ভবন
বন্দর দাদার নামে
নানা-নানি, সব স্বজনে
থাকবে স্মারক খামে।
কিছু মরুক না খেয়ে আর
কিছু রোগে শোকে
থাকবো তবুও উন্নয়নে
অবাক বিশ্বলোকে।
একদলীয় গণতন্ত্রে আজ
নির্বাক জনগণ
স্বাধীনতার লাশঘরে তাই
চলছে উন্নয়ন।
💠💠💠💠💠💠💠
০১-০৩-২০২২◽রোম