চোখে চোখেই গল্প হবে, ভাব জমবে বেশ
মনের কথা মনেই থাকুক একটু বাকি রেশ
হৃদপিণ্ডের খাঁচার পরে
ভালোবাসায় রাখি ভরে
দৃষ্টি দিয়েই মিষ্টি করে প্রেমের পরিবেশ।