গগণে লেগেছে আগুন, চৌচির কৃষিভূমি
এখনো বারুদ পশ্চাতে লড়াই করো তুমি।
পৃথিবীটা ফুটন্ত কড়াই
বাতাসে চৈতালি লড়াই
মৃত্তিকা ললাটে লাগুক মেঘের আদ্রচুমি।
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
-উদাসকবি™
০৬-০৩-২০২৩ ⬛ রোম ⏺️১৫:০০