অস্তিত্বহীন এক সুখের পিছনে মরিয়া হয়ে
না পাওয়ার অদ্ভুত সরল ভাবনায়
আজীবন ছুটে চলা সীমানার পানে
উদ্ভট কল্পিত ভালো লাগার আকর্ষণে
তবুও আপ্রাণ এগিয়ে যাওয়া।
কেননা যে যায় সে আর কখনো ফেরে না।
যার কোনো অস্তিত্ব নেই তাকেই চাই
মহাশূন্যে নিজেকে দেখবো বলে।
ভালোবাসা আর আকর্ষণ সব তার জন্য
যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না
অনুভব আর স্পর্শের ঊর্ধ্বে
তবুও আপ্রাণ কাম্যময় প্রীতি, অথচ-
যা চলে যায় তা আর কখনো ফেরে না।
তুমি ছিলে, তুমি আছো, থাকবে অনন্তকাল ধরে
অস্তিত্বহীন এক অস্বস্তিকর ছায়া হয়ে।
মহাশূন্যের ছায়াপথ ধরে আহ্নিকগতিতে
গ্রহ নক্ষত্রের অস্তিত্বহীন রাজত্বের পথে
তুমি আমার অস্তিত্বহীন এক অস্তিত্ব
নেই জেনেও থাকার কল্পিত সুখে
শুধু অপেক্ষায় থাকার কষ্টময় সুখে
জেগে আছি মহাকালের গভীর অন্ধকারে
অথচ
যে চলে যায়, সে আর কখনো ফিরবে না