কইয়ের তেলে কই ভেজে দাম শোনাচ্ছি ঘিয়ে
রাজার নীতির পোয়াবারো আম জনতা নিয়ে
তেলা মাথায় তেল
ন্যাড়া মাথায় বেল
চামচামি আর বাটপারিতে দেশটা এগিয়ে!
©উদাসকবি