আড়াল ছেড়ে থলের বিড়াল বেরিয়ে এলো যখন
খুলে গেলো সাধুর মুখোশ সাজলো মানুষ তখন
নানান স্তরে যতো ফাঁক
তাদের আছে নাম ডাক
নিয়ম নীতির অনিয়মে তাই থলে লুকাই কখন।

নাটক সাজার মঞ্চ ময়দান
মুখ লুকিয়ে হাসে শয়তান    
মানুষ হবার মন্ত্র শেখায় বিড়াল পাঠে এখন।