তার সাথে জটিল আর গভীর সম্পর্ক
রহস্যের গহ্বরে সম্পর্কের বন্দীখেলা
দৃষ্টিভঙ্গীর বহুমুখিতায় অসংখ্য কোণ
কখনো সহজ, সরল নদীর গতিপথ
কখনো দুর্বোধ্য, জোয়ারের হেঁয়ালি
নিয়মের অনুসঙ্গতায় প্রকৃতির সংযোগ।
এই সম্পর্কের নানা মোড়, সূত্রহীন আসক্তি
নিষিদ্ধ রাতের গহীন অন্ধকারের
অশ্লীল প্রহরের মত!
এই সম্পর্ক অসামাজিক, স্বীকৃতিহীন সুখপদ্য
আইনের পাতায় নিষিদ্ধ, প্রশংসিত ক্ষমতায়
তবুও সম্পর্ক, প্রতিপক্ষের সাথে পরকীয়ায়
বিধিবদ্ধ স্বীকারপত্রে অসম বিভাজ্য সূত্রতা
মাঝখানে পাকাপোক্ত কাঁটাতার বেড়া বৈধতায়।