▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️
কতশত লাগেজ
বস্তাভর্তি সোনাদানা নিয়ে
চুপিচুপি, আবেগে
উড়ন্তপথে গেছে পালিয়ে!

যে গেছে পালিয়ে
ঘাড় ধরে নিয়ে এসো তাকে
ঝুলাতে যে হবে
জনগণতন্ত্রের নতুন ডাকে!

ভাগ-বাঁটোয়ারায়
চলতো যেথায় উন্নয়নের খেলা
কতশত ফাইলে
বন্দী হয়ে আছে মজলুম-বেলা।

লুটপাটে বিশ্বসেরা
দুর্নীতিতে ভরে দিয়ে রাজযন্ত্র
ভিতরে প্রতিহিংসা
পৃথিবী অবাক লেবাসে গণতন্ত্র!!

১৬-০১-২০২৫🔶 রোম