🟥🟥🟥🟥🟥🟥🟥🟥
বইয়ের পাতা বিদ্যে বোঝাই
বইয়ের মাঝেই মুক্তা কুড়াই
বই পড়লেই কাটে
অজ্ঞতারই শাপ।
কিছু বইয়ে হেরার রশ্মি
স্বর্গলোকের জ্যোতি খসি
কিছু বইয়ের পাতায়
নাস্তিকতার পাপ।

বই আমাদের বর্ণমালায়
বই পড়ি যে পাঠশালায়
শিষ্টাচারের মহা শিক্ষায়
দুর হয়ে যায় কালো।
কিছু বইয়ে পঙ্কিলতার ছাপ
পড়লে শুধু বাড়ে অভিশাপ
কিছু বইয়ে নৈতিকতার
বাড়ে জ্ঞানের আলো।

বই পড়েই রবকে চিনি
সবকিছুরই স্রষ্টা যিনি
বই পড়লেই খোলে
বদ্ধ মনের ছিপি।
বইয়ের পাতা লিপির ডালি
কলম থেকেই ঝরছে কালি
কলম দিয়েই লেখা
সব সৃষ্টির লিপি।
▫️▫️▫️▫️▫️▫️▫️▫️
আহমাদ সাজিদ উদাসকবি©

#বাংলাকবিতা
#কবিতা
#banglakobita