সংসারের বলদ হয়ে যতোই ধরি হাল
জীবনের স্রোতে ছিঁড়ে যায় বসন্তের পাল
যতোই টানি সংসার বোঝা
হতে পারি না আর সোজা
তারপরও আমি অবাঞ্ছিত নিষিদ্ধ কাল।