নিজেকে সাজাই রঙের ফানুসে
সব পরিপাটি
বগলের নিচ থেকে উঁকি মারে
নকলের আঁটি।

নক্ষত্রের সীমা ছেড়ে যায় মন
ছুটে ঊর্ধ্বলোকে
পতিত সূর্যের তৃষিত ছায়ায়
বেঁচে আছি শোকে।

আলেয়ার পিছুটানে ছুটে চলি
নিরন্তর আশে
ভরপেটে খেয়ে যাই অবিরাম
অভুক্তের পাশে।

বৃষ্টির ফোঁটাতে কোমল পরশে
হাতটি বাড়াই
তবুও জলের ভয়ে সর্বোপরি
সাগর মাড়াই।
😱
💠০২-০৬-২২ ▫️রোম