শেষ ঠিকানা সেই তো মৃত্তিকাঘর
এক টুকরো কাপড়ে।
তারপরও কেন দম্ভ ভরে করো পিষ্ট
এই আশ্রয়ী মৃত্তিকায়
অশালীন কর্মের যোগফল।
যতই বেড়ে ওঠো, উড়তে চাও
আকাশ ছোঁয়া যায় না।
জমিনকে ছিদ্র করে যতোই গর্ত করো
নিজেকে হারাবে শুধু...
জমিনের তল খুঁজে পাবে না।
তোমার অহমের বাড়াবাড়ি তোমার পতন
হিংসা বিলাসিতায় ধ্বংসের গহ্বর
তোমার রসনাতেই তোমার বিনাশ।