বিধ্বস্ত মানবতা মসনদি লড়াইয়ে
হুজুগে যেথা স্বপ্ন বিনাশ
নাটকের তান্ডব ক্ষমতার বড়াইয়ে
লোভে বাড়ে রসনা বিলাস।
ধর্ষিত জ্যোস্না মেঘের আড়ালে
কাপুরুষ বেঁচে থাকে ময়দানে
চেনামুখ অচেনায় পর্দাটা সরালে
হাসিমুখ হাত বাড়ায় শয়তানে।
কালের মিহিকণায় ছুটেচলা পথিক
অকারণ আঁধারে শব্দের ভয়
কাঁটাহীন প্রান্তরে অনাকাঙ্খিত সঠিক
বোবাদের অনিমেষ শয্যা জয়।
ঝড়ের মোলাকাতে মাটিদের উচ্ছ্বাস
বুঝে না কভু কীট-পতঙ্গের কষ্ট
বাড়ছে যুদ্ধজয়ের দরবারী উল্লাস
চিরনিদ্রায় সুখ খুজে বীরভ্রষ্ট।।